🌏 দার্জিলিং, গ্যাংটক ও লাচুং ( ৮ রাত ৯ দিন )


🚍 ভ্রমণ তারিখ ৩০ শে জুন সন্ধ্যা ৭ টায়।

👉 বুকিং এর শেষ সময় ১৫ ই জুন

💸 জন প্রতি খরচ পড়বে ২৮,৯০০ টাকা

➡️ কাপলদের জন্য এক্সট্রা কোন চার্জ নেই 


#darjeeling #sikkimtrip #lacherpriseung #gangtoksikkim


➡️ প্যাকেজে অন্তর্ভুক্ত যা যা আছেঃ

👉 ৬ রাতের থ্রি স্টার হোটেল ।

👉 গ্যাংটক ৩ রাত, লাচুং ১ রাত ও দার্জিলিং ২ রাতের হোটেল

👉 প্রতিদিন সকালের নাস্তা, দুপুর এবং রাতের খাবার ইন্ডিয়ার ভিতরে ।

👉 ঢাকা বুড়িমারী ঢাকা বিজনেস ক্লাস ২/১ এসি বাস ।

👉১ রুমে ২ জন করে থাকা ।

👉 গাইড সুবিধা ছাঙ্গু লেক এবং ইয়ানথাম ভ্যালি।

👉 গ্যাংটক, লাচুং ও দার্জিলিং সকল দর্শনীয় স্থান ভ্রমণ ।

👉 রিজার্ভ জিপ থাকবে আপনাদের জন্য ।


➡️প্যাকেজের অন্তর্ভুক্ত যা যা থাকছে না

👉 ট্রাভেল ট্যাক্স  

👉 এন্ট্রি ফি 

👉 ব্যক্তিগত কোনো খরচ   


//////////////////////////////////////////////////////////////


সিকিম ভ্রমণ-     

 সিকিম *গ্যাংটক *লাচুং *ইয়ুমথাং ভেলি *জিরো পয়েন্ট *ছাংগু লেক। 

(৬ রাত ৭ দিন) 

  মাত্র ২৮,৯০০/ টাকায় বরফের রাজ্য সিকিম ভ্রমণ। 

# আমাদের সাথে নিশ্চিন্তে ছেলে, মেয়ে ও কাপল সবাই অংশগ্রহণ করতে পারবেন। রিলাক্স ট্যুর হলেও কষ্ট সহ্য করার মত মনমানসিকতা থাকতে হবে।

# এই প্যাকেজটিতে সর্বাধিক জনপ্রিয় ও সুন্দর জায়গায় ভ্রমণের সুযোগ দিয়ে সমন্বয় করা হয়েছে ।


আমাদের রয়েছে নিজস্ব গাইড আর তাই যারা আগে বুকিং মানি কনফার্ম করবেন কেবল তারাই যাওয়ার সুযোগ পাবেন।।


বি.দ্র- আপনার ভিসাতে অবশ্যই চ্যাংড়াবান্ধা পোর্ট উল্লেখ থাকতে হবে।

যারা শুধু হরিদাসপুর-আগরতলা দিয়ে ভিসা পেয়েছেন অথচ সিকিম / দার্জিলিং অথবা মেঘালয় যাওয়ার জন্য চেংরাবান্ধা অথবা ডাউকি দিয়ে ঘুরতে যেতে চান তারা অতি দ্রুত চ্যাংড়াবান্ধা এবং ডাউকি পোর্ট এড করে ফেলুন।। এর জন্য ৩০০ টাকা খরচ হবে।।


সিকিম, 

মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার মায়াবী আকর্ষণ। চোখ ধাঁধানো তুষার শৃঙ্খ, গহীন অরণ্য আর বরফ পাহাড়ের এক অপূর্ব মেল বন্ধনের স্থান হলো বরফের রাজ্য সিকিম। নয়নাভিরাম পাহাড়ি উপত্যকা, উঁচু উঁচু পর্বত, মায়াবী বরফের পাহাড় সবই আছে এখানে।

বরফে মোড়া এই জণপদটি  ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত পছন্দের একটি স্থান। বিশেষ করে গ্যাংটক, লাচুং,ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট, ছাংগু লেক সহ বিভিন্ন জায়গাতে ঘুরতে যাওয়ার একটা আকর্ষণ থাকে পর্যটন প্রেমীদের। যেখানে চোখ ধাঁধানো মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘার মায়াবী আকর্ষণ লেগেই থাকে সবসময়। 

বাংলাদেশ থেকে খুব সহজে ভ্রমণ করা যায় বলে পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে সিকিমের অবস্থান। প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসেন। আমরা যারা বাংলাদেশী তাদের জন্য বরফ দেখার সব থেকে আকর্ষণীয় এবং কাছের জায়গা হলো সিকিম। 

সিকিম ভ্রমণ-

💠 ট্যুরের সময়সীমাঃ- ৬ রাত ৭ দিন।


📌 ট্যুরের খরচঃ- ২৮,৯০০/টাকা।


📦 বুকিং পলিসি

💰 বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫,০০০/-টাকা (অফেরত যোগ্য) জমা দিতে হবে।

তবে আয়োজক কমিটি ট্যুর বাতিল করলে বুকিং মানি ফেরত দেওয়া হবে।

নগদ / রকেট এ বুকিং মানি পাঠালে ৫,১০০ টাকা খরচ সহ পাঠাতে হবে।


🌄 ট্যুরে যা যা দেখবোঃ-

- গ্যাংটক শহর

- ছাংগু লেক (১৪ হাজার ফিট উপরে বরফে ঢাকা)

- বাটারফ্লাই ফলস

- নাগা ওয়াটার ফলস 

- ভিম ওয়াটার ফলস

- লাচুং শহর 

- ইয়ামথাং ভ্যালী 

- তিস্তা ডোম

- জিরো পয়েন্ট (১৮ হাজার ফিট উপরে)


ট্যুর প্ল্যান -

০০দিন 

কল্যাণপুর থেকে সন্ধ্যাে ৭টায় এসি বাসে বুড়িমারী বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু, সিরাজগঞ্জ ফুড ভিলেজ  হোটেলে যাত্রাবিরতি।  আমরা পরের দিন সকাল ৭টার মধ্যে বুড়িমারী পৌঁছাবো ইনশাআল্লাহ।

Breakfast (No), Lunch (No), Dinner (No)


১ম দিন: 

সকালে ফ্রেশ হ‌য়ে নাস্তা সে‌রে, বুড়িমারী / চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন ও কাষ্টমস এর সকল ফর্মালিটিজ শেষ করে ১০টার মধ্যে শিলিগুড়ির উদ্দে‌শ্যে যাত্রা শুরু, দুপুরে শিলিগুড়ি পৌঁছেই রেস্টুরেন্ট এ ডুকে ফ্রেশ হয়ে লাঞ্চ শেষে বাসে করে অথবা ট‌য়োটা ইনোভা / টাটা সু‌মো গাড়ীতে করে আমাদের বহুল প্রত্যাশিত গ্যাংট‌কের উদ্দে‌শ্যে যাত্রা শুরু। পাহাড়ি আঁকা-বাঁকা রাস্তার দু’পাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে প্রায় (৪:৩০মি:) সারে চার ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছাব গ্যাংট‌ক শহ‌রে। হোটেলে চেকইন ক‌রে কিছুটা সময় রেষ্ট নিয়ে, বিকেলটা নিজেদের মত ঘোরাঘুরি করব। কেউ চাইলে গ্যাংটক এর বিখ্যাত শপিং মল M.G Marg এ ঘুরে আসতে পারবেন। আমরা নাইট স্টে করবো গ্যাংটক শহরে।

Breakfast(Yes), Lunch(Yes), Dinner(Yes) (দুপুর ও রাতে- সাদা ভাত + লোকাল সবজি / আলুর দম + ডাল+চিকেন/ডিম/মাছ + পাপড় ভাজা)( সকালে- পরোটা+ডিম+সবজি+চা) অথবা লোকাল খাবার।


২য় দিন: 

নাস্তা সে‌রে সকাল ৮-৯ টার মধ্যে আমরা লাচুং এর উদ্দেশ্যে যাত্রা শুরু কর‌বো, যাত্রাপথে আমরা যা যা দেখবোঃ Butterfly Waterfall or Seven Sisters Waterfalls (Anyone of them depends as per route open), Zero point, Naga Waterfalls, Bhim Nala Waterfalls। বিকালের মধ্যে লাচুং শহরে পৌঁছে যাবো। লাচুং হোটেলে চেকইন করে ফ্রেশ হয়ে নিবো, বিকেলে ফুল টাইম নিজেদের মতো আশ-পাশে ঘুরে দেখবো।

Breakfast(Yes), Lunch(Yes), Dinner(Yes) (দুপুর ও রাতে- সাদা ভাত + লোকাল সবজি / আলুর দম + ডাল+চিকেন/ডিম/মাছ + পাপড় ভাজা)( সকালে- পরোটা+ডিম+সবজি+চা) অথবা লোকাল খাবার।


৩য় দিন: 

সকাল বেলা প্রায় ১৪,০০০ ফুট উচ্চতার অপরুপ সৌন্দর্যের ইয়ামথাং ভ্যালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। কথা দিচ্ছি এমন সৌন্দর্য উপভোগ করাব যা ইয়ামথাং ভ্যালী আপনার জন্য এক স্বর্গীয় অনুভূ‌তি এনে দিবে। ইয়ামথাং ভ্যালী পর্যন্ত আমাদের পারমিশন। ইয়ামথাং ভ্যালী থেকে জিরো প‌য়েন্ট যাওয়া সম্পুর্ন নির্ভর কর‌বে পারমিশন এর উপর। 

{ ইনস্ট্যান্ট পারিমশন পেলে এক্সট্রা পেমেন্ট ড্রাইভার এবং গাইড কে দিতে হবে যা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। আনুমানিক ৫০০/৬০০ রুপী এক্সট্রা লাগতে পারে জনপ্রতি }

দুপু‌রের মধ্যে লাচুং হোটেল ব্যাক ক‌রে ফ্রেশ হয়ে লাঞ্চ শে‌ষে গ্যাংট‌কের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তারপর রাতে গ্যাংটক পৌঁছে সেখানে নাইট ‌স্টে করব।

Breakfast(Yes), Lunch(Yes), Dinner(Yes) (দুপুর ও রাতে- সাদা ভাত + লোকাল সবজি / আলুর দম + ডাল+চিকেন/ডিম/মাছ + পাপড় ভাজা)( সকালে- পরোটা+ডিম+সবজি+চা) অথবা লোকাল খাবার।

৪র্থ দিন: 

সকাল ৮টার মধ্যে নাস্তা সেরে বেরিয়ে পড়বো ছাংগুলেক এর উদ্দেশ্যো। পথের মধ্যে দেখতে পা‌বো অনেক ঝর্না। সাংগুলে‌কে নিজ খরচে রোপওয়ে ও ইয়াক রাইড করতে পারবেন। সাংগুলেক থেকে দুপুরের মধ্যে গ্যাংটক ফিরে দুপুরের লান্স সেরে নিব। যদি সাইট সিইং না দেখা হয় তবে বিকা‌লে চাইলে আপনারা নি‌জে‌দের ম‌তো ক‌রে  এম জি মার্গ এর আশপাশে ঘুরে দেখতে পারেন কিংবা শপিং করেও সময় কাঁটাতে পারেন।

 

অথবা, আপনারা চাইলে নিজ খরচে লোকাল (সি‌টি ট্যুচর) সাইটসিয়ং দেখে গ্যাংটক হোটেলে ফিরতে পারবেন। ( সেখানে যা যা দেখতে পারবেন- Tashi View Point, Namgyal Institute of Tibetology, Hanuman Tok, Do-drul Chorten, Ganesh Tok, Banjhakri Water Falls & Energy Park, Flower Exhibition Centre-Ridge Park, Gangtok Ropeway etc।

Breakfast(Yes), Lunch(Yes), Dinner(Yes) (দুপুর ও রাতে- সাদা ভাত + লোকাল সবজি / আলুর দম + ডাল+চিকেন/ডিম/মাছ + পাপড় ভাজা)( সকালে- পরোটা+ডিম+সবজি+চা) অথবা লোকাল খাবার।


৫ম দিন: 

সকালের নাস্তা করে শিলিগুড়ির উদ্দে‌শ্যে যাত্রা শুরু। দুপুরে ম‌ধ্যে শিলিগুড়ি পৌঁছে লাঞ্চ সে‌রে চ্যাংড়াবান্ধা বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বিকেল ৫ টার ম‌ধ্যে বুড়িমারী বর্ডার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব ইনশাআল্লাহ।

Breakfast(Yes), Lunch(Yes), Dinner(NO) ( দুপুর- সাদা ভাত + লোকাল সবজি / আলুর দম + ডাল + চিকেন/ডিম/মাছ + পাপড়) ( সকালে- পরোটা + ডিম + সবজি + চা ) 


শেষ দিন: 

সকাল ৭টার মধ্যে ঢাকায় পৌঁছাব ইনশাআল্লাহ।


প্যাকেজে যা যা অন্তর্ভুক্তঃ

- ঢাকা-শিলিগুড়ি-ঢাকা এসি হোন্দাই বাস ।

- শিলিগুড়ি-গ্যাংটক-শিলিগুড়ি বাস অথবা ট‌য়োটা ইনোভা/টাটা সোম / বাস / জাইলা লাক্সারী গাড়ী।

- ৩ রাত গ্যাংটক, ১ রাত লাচুং লাক্সারী মানের হো‌টে‌ল 

- সকল লোকাল ট্রান্সপোর্ট খরচ।

- প্রতিদিন ৩ বেলা মুল খাবার সাথে বিকেল বেলা চা-বিস্কিট (ব্রেকফাষ্ট, লাঞ্চ, ডিনার)।

- সকল পারমিশন খরচ।

- নর্থ সিকিম ও সাংগুলেক অভিজ্ঞ লোকাল গাইড সাপোর্ট।


🚫 ভ্রমণের আওতায় যা অন্তর্ভুক্ত নয়ঃ-

- বাসের মধ্যরবিরতি‌তে খাবার খরচ।

- ব্যক্তিগত খরচ (লন্ড্রী, টেলিফোন বিল, মিনারেল ওয়াটার, যে কোনো ধরেনর হার্ড ডিংকস)।

- ট্যুর প্ল্যানের বাহিরে এক্সট্রা সাইটসিইং, এক্সট্রা জীপ ভাড়া ও জিরো পয়েন্ট যাওয়ার খরচ।

- প্রাকৃতিক দুর্যোগের কারনে যদি কোনো খরচ বেড়ে যায়।

- ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স।

- ভিসা খরচ ৮৫০ টাকা এবং পোর্ট এড এর খরচ ৩০০ টাকা।

- টুরে অন্তর্ভুক্ত নয় এমন কোনো খরচ।

- বর্ডার খরচ ৩০০-৪০০ টাকা।

- কোন প্রকার ঔষধের খরচ।

- হোটেলে হিটার বা গিজার প্রয়োজন হলে হিটার বা গিজারের খরচ।

- কোন স্পটে ঢুকার এন্ট্রি ফি, রাইড বা ক্যামেরা খরচ।

📃 প্রয়োজনীয় কাগজপত্র যা সাথে নিতে হবেঃ-

- করোনা ভ্যাকসিন সদন কপি অথবা নেগেটিব সনদ (০৬ কপি)

- পাসপোর্ট সাইজ ছবি (১০ কপি)

- ভিসার পাতার কপি (১০ কপি)

- পাসপোর্ট এর স্ক্যান কপি (১০ কপি)

👜 সাথে যা নিতে হবেঃ

- অবশ্যই ট্রাভেল ব্যাগ (কাঁধে ঝোলানো)।

- সিকিম শীত প্রবল এলাকা তাই সাথে ভারী কাপড় রাখতে হবে।

- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম(যদি অতিরিক্ত ত্বক সচেতন হোন)।

======শিশু পলিসি=====

- ০-৩ বছরের নীচে কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে বাসে আলাদা সিটের ভাড়া ব্যতীত)


- ০৭ বছরের উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।


গুরুত্বপূর্ণ টিপস-


- যারা ট্যুরে অংশ নিবেন তারা সবার নাম, ভিসা, পাসপোর্ট এবং ছবি প্রত্যেকেই যেন হোয়াটস আপ গ্রুপে দিয়ে রাখি। 


সিকিমে ঘুরতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

- অবশ্যই নিজের পাসপোর্ট সঙ্গে রাখুন। কারণ, সিকিমে চেক পোস্ট এ আপনার এবং আপনার পরিবারের প্রমাণ পত্র চেক করা হবে।

- সিকিমে আবর্জনা বা থুতু ফেলা অপরাধ। এই জিনিসগুলো এড়িয়ে চলুন।


🚫 আমাদের সাথে কেন ভ্রমন করবেন ????

🔥 আমাদের কোন ধরনের হিডেন চার্জ নেই।

🔥 নিরাপত্তার ক্ষেত্রে শতভাগ নজর দেওয়া হয়।

🔥 আমাদের সিক্কিম ট্যুরে দু’জন অভিজ্ঞ ট্যুর কো-অর্ডিনেটর পুরো ট্যুর এ থাকবেন যাতে আমাদের ট্যুর প্ল্যান সঠিকভাবে পরিচালিত হয়।

🔥 ট্যুর মেম্বারদের স্বাধীন ভাবে ঘোরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।

🔥 একটি সুন্দর ও আনন্দময় ট্যুর উপহার দিতে আপ্রাণ চেষ্টা করা হয়।

🔥 ট্যুর প্ল্যান এ যেসকল স্পট এর কথা উল্লেখ আছে প্রতিটা স্পট কাভারেজের আওতায় আনা হয়।

🔥 আমাদের প্রতিটি ট্যুর অত্যন্ত প্ল্যান মোতাবেক হয়ে থাকে।

🔥 মূলত সিকিমে যিনি আমাদের সম্পূর্ণ ট্যুরটি পরিচালনা করবেন, তিনি সততার সাথে দীর্ঘদিন যাবত সিকিমের হোটেল ও ট্যুরিষ্ট জীপ এর ব্যাবসা করছেন। তই আমাদের ট্যুর গুলি খুব স্মুথ ও আনন্দপুর্ণ হয়।

🔥 ভ্রমন নির্দেশিকা

❌ ভ্রমনের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না। কোন প্রকার অবৈধ কিছু সাথে বহন করলে কতৃপক্ষ এর দ্বায় নিবে না।

❌ সকলক্ষেত্রে সহযোগিতার মনভাব রাখতে হবে। কারন শুধুমাএ আপনার সহযোগিতাই পারে সুন্দর একটি ট্যুর উপহার দিতে।

❌ স্থানীয়দের সাথে কোনভাবেই খারাপ আচরণ করা যাবে না। 

❌ যত্রতত্র ময়লা ফেলা যাবে না।

❌ পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হয়ে থাকে।





Subscribe to get Latest News, Offer and connect With Us.